পেকুয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। পেকুয়া উপজেলার আয়তন ১৩৯.৬৮ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে কক্সবাজার জেলার সবচেয়ে ছোট উপজেলা।
অবস্থান ও সীমানাঃ
কক্সবাজার জেলার উত্তরাংশে ২১°৪৩´ থেকে ২১°৫৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫৩´ থেকে ৯২°০২´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ উপজেলার অবস্থান।[৪] কক্সবাজার জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব ৪৭ কিলোমিটার। এ উপজেলার পূর্বে মাতামুহুরী নদী ও চকরিয়া উপজেলা; দক্ষিণে মাতামুহুরী নদী, চকরিয়া উপজেলা ও মহেশখালী উপজেলা; পশ্চিমে কোহেলিয়া নদী, মহেশখালী উপজেলা, কুতুবদিয়া চ্যানেল ও কুতুবদিয়া উপজেলা এবং উত্তরে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা অবস্থিত।
২০০২ সালের ২৩ এপ্রিল চকরিয়া উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে পেকুয়া উপজেলা গঠিত হয়।[৪] এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পেকুয়া থানার আওতাধীন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস