Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

পেকুয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। পেকুয়া উপজেলার আয়তন ১৩৯.৬৮ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে কক্সবাজার জেলার সবচেয়ে ছোট উপজেলা।

অবস্থান ও সীমানাঃ

কক্সবাজার জেলার উত্তরাংশে ২১°৪৩´ থেকে ২১°৫৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫৩´ থেকে ৯২°০২´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ উপজেলার অবস্থান।[৪] কক্সবাজার জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব ৪৭ কিলোমিটার। এ উপজেলার পূর্বে মাতামুহুরী নদী ও চকরিয়া উপজেলা; দক্ষিণে মাতামুহুরী নদীচকরিয়া উপজেলা ও মহেশখালী উপজেলা; পশ্চিমে কোহেলিয়া নদীমহেশখালী উপজেলাকুতুবদিয়া চ্যানেল ও কুতুবদিয়া উপজেলা এবং উত্তরে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকাঃ

২০০২ সালের ২৩ এপ্রিল চকরিয়া উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে পেকুয়া উপজেলা গঠিত হয়।[৪] এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পেকুয়া থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ: